পটুয়াখালীর মির্জাগঞ্জে মজিদবাড়িয়া ইউনিয়নের ইউপির সদস্যের ভাইয়ের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার হয়েছে।
গত ৩১ শে মার্চ রাত ১০:৩০ টা সময় মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপির সদস্য জনাব আবুল কালাম এর ছোট ভাই জনাব নয়ন আকনের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ভুক্তভোগী নয়ন আকন, পিতা, মৃত আমজাদ আকন, গ্রাম, তারাবুনিয়া,মিজাগঞ্জ, পটুয়াখালী, চান্দু খালী বাজারে একজন কাপড় ব্যবসায়ী।
তিনি প্রতিদিনের ন্যায় ৩১ শে মার্চ রাত ১০:১৫ মিনিটে দোকান বন্ধ করিয়া বাড়ি ফেরার পথে ১০ টা ৩০ মিনিট এর সময় ৭-৮ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলায় মারাত্মকভাবে আহত হন।
তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তিনি ৬ জনকে চিনতে সক্ষম হয়।
এ বিষয়ে ইউপি সদস্য জনাব আবুল কালাম বলেন, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করেছে, জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতা জেরে এই হামলা ঘটিয়েছে, এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, উক্ত ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, কোন অপরাধী অন্যায় করে ছাড় পাবে না।
Print [1]