রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের এমপি বাহার, সিটি মেয়র ও দোকান মালিক সমিতির ২৫ লাখ টাকা সহায়তা

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন অনেক ব্যবসায়ী। ঈদের পূর্বে এ অগ্নিকান্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে অনেকটা দিশেহারা অবস্থা তাদের। আন্তরিক সমবেদনা আর আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন কুমিল্লার নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, মেয়র আরফানুল হক রিফাত ও কুমিল্লা দোকান মালিক সমিতি। গতকাল বুধবার নগরীর ফাইন্ড টাওয়ারে আয়োজিত কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতারে প্রধান অতিথির বক্তব্যে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে হাজী বাহার এমপি ব্যক্তিগতভাবে ১০ লাখ টাকার সহায়তা প্রদানের ঘোষনা দেন। পাশপাশি কুমিল্লা দোকান মালিক সমিতির আরও ১০ লাখ টাকা এবং কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত ৫ লাখ টাকা সহায়তা প্রদানের আহবান জানান।

এসময় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও মেয়র আরফানুল হক রিফাত এমপি বাহারের আহবানে সাড়া দিয়ে এ সহায়তা প্রদানে সম্মতি জানান। এমপি বাহার , মেয়র রিফাত ও দোকান মালিক সমিতির এ ২৫ লাখ টাকা সহায়তা দোকান মালিক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হবে। তারা বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের যেখানে প্রয়োজন সেখানে এ সহায়তার অর্থ ব্যায় করবেন।

বুধবার (৫ মার্চ) বিকেলে কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এ সহায়তা প্রদানের ঘোষনা দেন।

কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি রেজাউল ইসলাম মন্টু, মহাসচিব মো. জহিরুল ইসলাম । অন‍্যান‍্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, জেলা পিপি অ‍্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আরোও বলেন, আমার রাজনীতিক জীবনে সবচেয়ে বড় আত্মতৃপ্তি কুমিল্লার মানুষের জন্য কাজ করতে পেরেছি। উন্নয়নের পাশাপাশি কুমিল্লাকে শান্তির নগরীতে প্রতিষ্ঠা করেছি। কুমিল্লায় আজ ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত। ব্যবসায়ীসহ কাউকে চাঁদা দিতে হয় না। কুমিল্লার মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে। আর আমার সকল রাজনৈতিক কর্মকান্ডের মূলে রয়েছে আমাদের প্রিয় নেত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই আজ দেশের মানুষ ভালো আছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনাকে এগিয়ে নিতে হবে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রেখে নতুন প্রজন্মের অহংকারের বাংলাদেশ গড়তে শেখ হাসিনার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।