শনিবার দিবাগত রাত আনুমানিক ৯ঃ৩০ মিঃ মধুখালি বেপারী বাড়ির আমির হোসেনের মেয়ে সানজীদা ও মফিদুল খান এর মেয়ে ইভা এর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ঐ মেয়ে ( সানজীদা) ওর ভাইরে ওর মাকে ডেকে এনে ঈভা কে মারধোর শুরু করে। ইভা চিৎকার দিলে ওর মা চলে আসে। এসে তার মেয়ে কে বাচাতে গেলে হামলাকারীরা ইভার মায়ের উপর চরাও হয়। তাকে লাঠি এবং রট দিয়ে মারধর শুরু করলে এক পর্যায়ে তার মাথা ফেটে গুরুতর যখম হয়।
ভিকটিম কে বাহেরচর হাসপাতালে নিলে সেখানকার ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গলাচিপা হাসপাতালে পাঠিয়ে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে মফিদুল খান বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটা এজাহার দাখিল করেছেন। তাতে আসামি করা হয়েছে মোঃ রিমন ( ১৯) মোঃ জিদান (১৮) জাহেদা (৩৫) সুখী (৩২) শাহিনুর (৪৫)ও সানজিদা ১৫ কে বিবাদী করে একটা এজাহার দাখিল করেছেন।
Print [1]