সাজিদুর রহমান সজিব , আপলোডের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মিরপুরে ডিএনসিসি’র ছাদ বাগান প্রকল্প বাস্তবায়নে প্রচারণা

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছাদ বাগান প্রকল্প বাস্তবায়নে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিরার (৯ এপ্রিল) সকাল ১১ টায় মিরপুরের রুপনগরে টিপু গার্ডেনে এফএও এর কারিগরি সহযোগিতায়, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে ও নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাদ বাগান তৈরিতে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করা হয়।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছাদ বাগান প্রকল্পের টিম লিডার শেফালী বেগম ছাদ বাগানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে একটি ছাদ বাগান তৈরিতে শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়|

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রুপনগর থানার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা ফৌজি, মিরপুর মেট্রোপলিটন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শারমিন খাতুন ও সোনালী ব্যাংকের প্রিনি্সপাল অফিসার মো. আমির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবক, এনজিও কর্মকর্তা, ডিএনসিসির কর্মমকর্তাসহ রুপনগরের ছাদবাগানীরা।

উল্লেখ্য, ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর ও নারায়নগঞ্জ এ ৪ সিটিতে মোট ১৫০০ বাগানীকে প্রশিক্ষনের মাধ্যমে ছাদ বাগান তৈরিতে সহযোগিতা করা হয়েছে।