আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীর পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন

বরগুনার বেতাগী উপজেলার বেতাগী পৌর ও কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বরিবার রাত সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।

পৌর কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি তাইফুল ইসলাম, সহ-সভাপতি প্রদীপ দাস, মো. রাকিবুল ইসলাম, রাকিব গাজী ও মো. আজমির সিকদার।

সাধারণ সম্পাদক মো. নাদিম হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক আল সিয়াম শিকদার নবীন ও নাজমুল হাসান শাওন খান, সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তার ও সাব্বির মাহমুদ।

কলেজ কমিটির নতুন নেতৃবৃন্দরা হলেন সভাপতি টুটুল রায়, সহ-সভাপতি সায়েম শিকদার, মেহেদী মৃধা ও রাফি ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুসা, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু ও খায়রুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক অর্ক বিশ্বাস ও আরিফ হাসান রাব্বি।