বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগী গণমাধ্যম কর্মীদের সাথে সিআইপিআরবি’র মতবিনিময়

বরগুনার বেতাগীতে গণমাধ্যম কর্মীদের সাথে সিআইপিআরবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিআইপিআরবি কার্যালয় সিআইপিআরবি’র আঞ্চলিক স্বমনয়কারী রজত সেন এর সঞ্চালনায় গনমাধ্যম কর্মীদের মধ্যে বক্তৃতা করেন সাপ্তািহক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্লেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মনটু, এসকে টিভি’র পরিচালক লায়ন মো. শামীম শিকদার, বেতাগী প্লেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন খান, এনসিটিএফ সভাপতি খাইরুল ইসলাম মুন্না।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইপিআরবি’র ডেপুটি ডাইরেক্টর এডমিন জনাব মামুন অর রশিদ ও পলিসি এডভোকেসি ম্যানেজার জুলিয়েট রোজেটি। গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগী প্লেস ক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম চিনু, বেতাগী রিপোর্টার্স ইউনিটির সভাপিত আব্দুল কাইউম সিকদার, সাংবাদিক আব্দুর রহিম সিকদার, মো. আশ্রাফুল ইসলাম লিটন, হৃদয় হোসেন মুন্না, মো. রেজাইল করীম জুয়েল, মো. সুজন, মো. ফোরকান, মো. সুমন মিয়া প্রুমুখ।

সভায় শিশুদের পানিতে ডোবা প্রতিরোধে ১ থেকে ৫ বছর বয়সিদের ক্ষেত্রে সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং ৬ বছরের পরে সাঁতার শেখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। ৫ বছরের পরে বাধ্যতামূলক ৬ টিকার মত সাঁতারকে ৭ম টীকা হিসেবে বিবেচনা করা উচিত বলে বক্তারা গুরুত্ব আরোপ করা হয়। এ ব্যাপারে সচেতনাতা তৈরিতে গণমাধ্যম কর্মীরা সিআইপিআরবিকে তথা পানিতে ডোবা প্রতিরোধ কার্যক্রমকে সর্বাত্মক সহায়তা ও প্রচারের আশ্বাস দেন। পরে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।