আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পলাশবাড়ীতে যাকাত আদায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গাইবান্ধা পলাশবাড়ীতে ইসলামের অন্যতম স্তম্ভ যাকাত সরকারি যাকাত ফান্ডে আদায়ের লক্ষ্যে করনীয়তা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সেমিনারে আলোচনা বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার আব্দুল আজিজ প্রমুখ।

সভায় অসহায় ও গরীব মানুষদেরকে সহায়তা প্রদান কার্যক্রমকে আরও বৃদ্ধির লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডে এলাকার যাকাত প্রদানকারীদের ব্যাপক ভাবে সম্পৃক্তকরণে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা ও বক্তব্য শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোস্তাফিজার রহমান রাজা।