নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কে ‘ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পানি সম্পদ প্রতিমন্ত্রীর অফিসে বরিশাল সাংবাদিক সমিতির সভাপতি আজিজুর রহমান ভূইয়া, জাতীয় ইংরেজি দৈনিক ‘দি কান্ট্রি টুডে’র (The Country Today) সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও সমিতির সহ-সভাপতি হেমায়েত হোসেন ও যুগ্ন সম্পাদক মামুন আবেদীন সৌজন্যে সাক্ষাৎ করে এ ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত ‘বরিশাল ডে ‘তে তার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি থাকতে না পারায় সমিতির নেতৃবৃন্দ তাকে আজ এ ক্রেস্ট প্রদান করেন।