নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

একের পর এক অগ্নিকাণ্ড সরকারের ব্যর্থতার প্রমাণ : নতুনধারা

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িত প্রতিষ্ঠান-ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

১৫ এপ্রিল প্রেরিত এক বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিন্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. হাবিবুর রহমান প্রমুখ বলেন, একের পর এক অগ্নিকাণ্ড সরকারের ব্যর্থতার প্রমাণ বহন করছে।

এই ব্যর্থতার দায় সরকারের কলকারখানা অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠানই অস্বিকার করতে পারে না। আর তাই প্রয়োজন সবার আগে এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা।