জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে মাহে রমজানে গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭এপ্রিল’২৩ সোমবার সন্ধা ৬.২৫মি.  ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সেক্রেটারি হা. মাও. শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ও মাওলানা এনামুল হক (বড় হুজুর) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জেলা সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মাদ রুকন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির(বামুক) কিশোরগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, ছাত্র ও যুব বি. সম্পাদক  দেলোয়ার হুসাইন জিহাদী, অর্থ সম্পাদক মুহাম্মদ রিপন মিয়া, বামুক সভাপতি হা. তাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আমিনুল হক আকুবপুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সাধারণ সম্পাদক আরিয়ার আহমেদ রাহাত সহ স্থানীয় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকুরীজীবি সহ নানান পেশার লোকজন এতে অংশগ্রহণ করেন।