আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পুনাক গাইবান্ধার আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে এসপি পত্মীর ঈদ সামগ্রী বিতরণ

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):

মুসলিম ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা পুলিশের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এতিম, অসহায় মানুষদের মাঝে পুনাকের ঈদ সামগ্রী বিতরণ করা হয় ৷

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা পুনাক আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণে জেলা পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী মাহবুবা আক্তারের সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন পুলিশ সুপার, গাইবান্ধা ৷

এ সময় গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, পুলিশ সব সময় অসহায় জনগণের জন্য কাজ করে। পুনাকের সহযোগিতায় আজ অসহায়, দুস্থ, গরীব মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও বেশী পরিমান মানুষকে এই ঈদ উপহার দেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি পুনাকও এখন জনগণের জন্য কাজ করছে।

গাইবান্ধা পুনাক সভানেত্রী এসপি পত্নী মাহাবুবা আক্তার বলেন, পুলিশ জনগণের বন্ধু, সকল বিপদ আপদে পুলিশ সর্বদা জনগণের পাশে থাকে। বর্তমানে জেলা পুলিশের সঙ্গে পুনাকও কাজ করছে। সে ধারাবাহিকতা রক্ষায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী দিচ্ছে পুনাক। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। কোনো সমস্যায় পড়লে ভয় না পেয়ে সরাসরি পুলিশ লাইন্সে এসে বলবেন। দ্রুত সময়ের মধ্যে সে সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জেলা পুলিশের অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার অন্যান্য সদস্যবৃন্দ ৷