রাজবাড়ী প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ অভিযানে ৬৫ কেজি জাটকা, ৩ হাজার মিটার জাল জব্দ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার পদ্মা নদীতে, দাদশী বাজারে এবং উত্তরকান্দা বাজারে অবৈধ বাঁধ অপসারণ এবং জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৯ প্রপ্রিল) রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো: মশিউর রহমানের নেতৃত্বে দিনব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়। এতে রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোস্তফা আল- রাজীব উপস্থিত ছিলেন। এ সময় ৬৫ কেজি জাটকা আটক করে স্থানীয় তিনটি এতিমখানায় এবং দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয় এবং ৩০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে নদীতে অবৈধ কোন বাঁধ পাওয়া যায়নি এমনটাই জানিয়েছেন মৎস্য দপ্তর।