আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিনিধি): , আপলোডের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বেতাগীতে ছুরিকাঘাতে যুবক নিহত

বরগুনার বেতাগীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবক ছুরির আঘাতে নিহত হয়েছে।

জানা গেছে, (৩০ মে) সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ বড় মোকামিয়া গ্রামের শহিদুল ইসলামের সাথে প্রতিবেশী মোঃ মনসুর আলী বেপারীর দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে মোকামিয়া লঞ্চঘাট বাজার এলাকায় তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উপস্থিত থাকা মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ সালাউদ্দিন কে ছুরি দিয়ে আঘাত করলে পেটে গুরুতর জখম হয়।

সাথে সাথে তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রওনক জাহান সালাউদ্দীনকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার এসআই শুভ বড়ই রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ রির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয় নি।