শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিজানুর রহমান আজহারীর মাহফিল নিয়ে পটুয়াখালীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় মোরেলগঞ্জ ফেরিঘাটে কাঠ বোঝাই ট্রাকের দুর্ঘটনা: রাতভর যানজটে ভোগান্তি তেরো বছর পর মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার খতমে বোখারী ও দোয়া মাহফিলে কায়কোবাদ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান

দুই মামলায় মির্জা ফখরুল, আব্বাস, গয়েশ্বরসহ ১২৫ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭৬৮ বার পঠিত

যানবাহনে ক্ষতিসাধন ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর রমনা থানার পৃথক দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২৫ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুই মামলা থেকে অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামান মামলার চূড়ান্ড প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি প্রদান করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি পূর্ব ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা আসেন। এ সময় তারা যানবাহনে ক্ষতিসাধন ও পুলিশের কাজে বাধা প্রদান করেন। এ ঘটনায় একই বছরের ৩১ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে রমনা থানার এসআই আউয়াল ও একই থানার এসআই কামাল উদ্দিন মুন্সি পৃথক দুইটি মামলা দায়ের করেন।

মামলা দুইটি তদন্ত শেষে চলতি বছরের ২১ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা না পেয়ে তাদের অব্যাহতির আবেদন করে চূড়ান্ড প্রতিবেদন দাখিল করেন। এসআই আউয়ালের করা মামলায় মির্জা ফখরুলসহ ৬০ জন ও এসআই কামাল উদ্দিন মুন্সির মামলায় মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ড প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..