আমি তোমাকে সমুদ্রের মতো ভালবেসেছিলাম, তাই তুমি অতলে তলিয়ে দিয়েছো, আমি তোমাকে ছায়ার মতো পাশে রেখেছিলাম, দিনশেষে তাই একা করে দিয়েছো। আমি তোমার বুকে আকাশ খুঁজেছিলাম, তাই তুমি কান্নার বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছো; আমি তোমার মাঝে পাহাড়ের মতো অটল নির্ভর আস্থা
বিস্তারিত..