সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতাগীতে জোর পূর্বক জমি দখল ও গাছ কাটার অভিযোগ ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে মুরাদনগরে মশাল মিছিল মেহেদীর রং শুকাতে না শুকাতেই সড়কে ঝড়ে গেল নববধুর প্রাণ বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও আমতলীতে যুবদল নেতার জামায়াতে যোগদান মুরাদনগরে সংবর্ধনায় সিক্ত হলেন নেত্রকোনার নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান ভূতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি

কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?

অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৭৭৩ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারের প্রায় ৭ মাস পর গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস জামিনে মুক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তিনি ছাড়া পান।

এদিকে আদালতের রায়ে কারামুক্ত হওয়ার পর তাপসের জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব। নিজের ফেসবুক পাতায় তিনি প্রশ্ন করেছেন কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?

বুধবার রাত ৯টার দিকে দেওয়া ওই পোস্টে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের একাধিক মন্ত্রীর সাথে বেশকিছু ছবি যোগ করে সাংবাদিক সাকিব আরও বলেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হয়েছেন তাপস। আজ সন্ধ্যা ৭টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। হাসিনার অন্যতম দোসর এই তাপস শিল্প ও সংস্কৃতি খাতের অন্যতম বড় মাফিয়া হিসেবে পরিচিত। অথচ মাত্র ৭ মাস জেল খেটে, অন্তর্বর্তী সরকারের সাথে আঁতাত করে জামিনে বেরিয়ে গেল এই দুর্বৃত্ত।

এদিকে নাসমুস সাকিবের ওই পোস্টের কমেন্ট বক্সে একই প্রশ্ন তুলছেন ফেসবুক অনেকেই। পোস্টটির কমেন্ট বক্সে হাসান উল্লাহ হাসান নামের একজন প্রশ্ন করেন, এদের মতো লোক কি ভাবে জামিন পায়? জাকির আহমেদ নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, তাপস বাংলাদেশের সাংস্কৃতিক জগতকে কালিমা লিপ্ত করেছে।বাংলাদেশী পোশাক

সংবাদমাধ্যমে তাপসের কারামুক্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) সুরাইয়া আক্তার। তিনি বলেন, উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র যাচাই করার পর কৌশিক হোসেন তাপসকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গুলশান থানার পৃথক দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান কৌশিক হোসেন। পরে জামিননামা আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জমা দেওয়া হয়। আদালত থেকে পরে কারাগারে জামিনের কাগজ পাঠানো হয়।

এর আগে গত বছরের ৩ নভেম্বর তাপস গ্রেপ্তার হন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..