ঐতিহ্যবাহী পুরুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন University Students Association of PHS ( USAPHS)নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনে আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ আগামী ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য এ কমিটি অনুমোদন দেয়। এ নিয়মিত কমিটিকে নিয়ম নীতি অনুসরণ পুর্বক আরো চার সদস্য বিশিষ্ট সিনিয়র সদস্য রয়েছে।
আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন শেষ করে অনেকে ইতিমধ্যে বিভিন্ন দফতর অধিদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছে। এ সংগঠনের সদস্যরা শুধুই পুরুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
উপদেষ্টা পরিষদ যথাক্রমে ১.পিযুষ অধিকারী ২.শরীফুল ইসলাম ৩.সামিউর রহমান ৪.ইকরাম হোসেন ৫.সুলতান মাহমুদ ৬.আবু নাসের সিদ্দিকী ৭.জহিরুল ইসলাম রমজান ৮.শাকিল আহমেদ।এ
কমিটিকে সহায়তার লক্ষ্য চার সদস্য বিশিষ্ট সিনিয়র সদস্য রয়েছে যথাক্রমে ১.সাবিনা ইয়াসমিন জুই ২. মোহাম্মদ আপন ৩..নিজাম উদ্দিন ৪.গোলাম রাব্বানী ।
উপদেষ্টা পরিষদ পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন সহ সমাজে মাদক দূরীকরণ, দেশপ্রেম গঠন সামাজিক অবক্ষয় দূরীকরণে জনসচেতনতা সৃষ্টি বাল্যবিবাহ রোধ গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সৃষ্টি লক্ষ্য কাজ করে আসছে।
সভাপতি -শাহরিয়ার জামান রামিম সহসভাপতি -মো: ইমরান সহ সভাপতি -সাখাওয়াত হোসেন সাইম সাধারণ সম্পাদক – মোহাম্মদ কাউসার মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক – লালন শাহ যুগ্ম সাধারণ সম্পাদক – ইমন খান, সাংগঠনিক সম্পাদক – আহমেদ রেজওয়ান লাদেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক – হাসান আহমেদ দপ্তর ও প্রচার সম্পাদক – মো: পলাশ মিয়া ছাত্রী বিষয়ক সম্পাদক – ফারজানা সুলতানা ঋতু যুগ্ম ছাত্রী বিষয়ক সম্পাদক – রুমানা আক্তার সেতু যুগ্ম ছাত্রী বিষয়ক সম্পাদক – ফারিয়া সেতু কোষাদক্ষ – মেহেদী হাসান শাওন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক – মাহিনুর আক্তার তুষি, সহকারী শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক – সাজিন আহমেদ বিতর্ক সম্পাদক – আনিকা তাবাসসুম আইন বিষয়ক সম্পাদক – মো: আব্দুল্লাহ ক্রীড়া সম্পাদক – সাইমন আহমেদ সাব্বির যুগ্ম ক্রীড়া সম্পাদক – অমি যুগ্ম ক্রীড়া সম্পাদক -সালমান হাসান সামি সমাজকল্যাণ সম্পাদক – মো: সুমন যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক – মনিরুজ্জামান সানি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের বড় ভাই মরহুম আফতাব উদ্দিন ভুইয়া হাতে গড়া প্রতিষ্ঠান পুরুড়া উচ্চ বিদ্যালয়। ১৯৬১ খ্রি: প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অসংখ্য শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত রয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা সুযোগের নিমিত্তে এ সংগঠনের উদয়।
এ প্রতিষ্ঠানটি পশ্চিমে ময়মনসিংহের নান্দাইল উপজেলা উত্তরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কেন্দ্রবিন্দু হওয়ায় অসংখ্য শিক্ষার্থী রয়েছে।