শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক তারাবোতে বিস্ফোরক সংক্রান্ত মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন রায়হান কবির আমতলীতে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন: ছাত্রলীগ–যুবলীগের ৫ জন আটক তাড়াইলে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের শুভাগমন: বরণে উচ্ছ্বাস উপজেলা বিএনপি মোরেলগঞ্জে পরমহংসদেবের ১৩০তম শুভ আবির্ভাব উৎসবে ভক্তদের ঢল তাড়াইলে আওয়ামীলীগের ‘অবৈধ লকডাউন’-এর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বেতাগীতে উপকূল দিবস পালিত ভয়াল ১২ নভেম্বর সরকারিভাবে পালনের দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি

তাড়াইলে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের শুভাগমন: বরণে উচ্ছ্বাস উপজেলা বিএনপি

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৭৬২ বার পঠিত

তাড়াইল যেন উৎসবের নগরী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমতে থাকে উপজেলা সদর বাজারের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে দলীয় নেতাকর্মীদের ঢল। আর এমনই এক প্রাণমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের সাবেক এমপি ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম উসমান ফারুককে বরণ ও সংবর্ধনা।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে (একাংশ) তাকে বরণ করতে জড়ো হন হাজারো নেতাকর্মী। বহুদিন পর আপন জনের মাঝে ফিরে আসা প্রিয় নেতাকে ঘিরে ছিল উচ্ছ্বাস, আবেগ আর রাজনৈতিক প্রত্যয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল মাহমুদ শোয়েব, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম দানু, হাকিম রানা, রকিবুর রহমান রুজন,মামুন হাসান সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজ, রবিউল হক আউয়াল, সদস্য তানবীর আহমেদ,
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্য সচিব রাকিব, যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল, শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ূম ভূঁইয়া, মহিলা দলের আহ্বায়ক মোছা: দিলোয়ারা খানম, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব সহ তরুন নেতৃত্বের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, তাড়াইল উপজেলা বিএনপির কমিটি নিয়ে কিছু দ্বিধা বিভক্তি রয়েছে আশাকরি ড. এম উসমান ফারুক মহোদয় আমাদের বিষয়টি বিবেচনা করবেন।

ড. এম উসমান ফারুককে ঘিরে নেতাকর্মীদের স্লোগান, ফুলেল শুভেচ্ছায় পুরো কার্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। দীর্ঘদিন পর এলাকায় ফিরে তিনি পুরোনো সহযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাড়াইলের উন্নয়ন, সংগঠনের শক্তিশালী পুনর্গঠন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।

তার আগমন উপলক্ষে তাড়াইল বিএনপির কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে যা ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে স্থানীয় নেতারা মনে করছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..