বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান-২০২৫ শুক্রবার (২৮ নভেম্বর) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বামাক নান্দাইল উপজেলা শাখার কার্যকরী সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল সভাপতিত্ব ও নান্দাইল শাখার যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বামাক নান্দাইল শাখার সহ-সভাপতি আকন্দ ওভারসিজ এর চেয়ারম্যান শামছুল হক আকন্দ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সহ সভাপতি নাজমুল হাসান ভূইঁয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, সহ সভাপতি আনোয়ার কাদির রুকন, শামছুল হুদা সবুজ, সমাজ সেবক জাকির হোসেন ভূইঁয়া, আশরাফুজ্জামান রিপন সহ প্রমুখ।
বক্তারা মানবাধিকার সুরা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে কমিশনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। অতিথিরা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং নান্দাইল উপজেলার মানুষের অধিকার সুরায় কমিশনকে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে নান্দাইল উপজেলা শাখার নবনিযুক্ত সকল সদস্যকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পরিচয়পত্র প্রদান করা হয়। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।