মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু বিয়ের তথ্য গোপন করে প্রেম,সীমান্ত পেরিয়ে এসেও ফিরে গেলেন সেই ভারতীয় প্রেমিক মেহেরপুরে আদালতের নির্দেশে ছাত্রলীগ-আ.লীগের ৭ নেতা জেলহাজতে বরগুনার ভূতমারা খালটি কচুরি পানা ও অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি পেশ আগামীকাল মেহেরপুর আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতৃবৃন্দ আমতলীতে কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় শিক্ষক বহিষ্কার হেলমেট না পরে মোটরসাইকেল চালানোয় পুলিশের বাধা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড.ইউনূসের বিরোধপূর্ণ জমিদখলে নিতে হামলা, উভয় পক্ষের আহত ৪ জাতীয়তাবাদীদের হাতে কেউ যেন নির্যাতিত না হয়- ইয়াসের খান চৌধুরী

নিষ্প্রভ মেসি-নেইমার, হার পিএসজির

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৬১৬৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:

একদিকে দারুণ জয়ে কঠিন বার্তা যখন দিচ্ছে রিয়াল মাদ্রিদ। তখন পিএসজি নিষ্প্রভ এক ম্যাচ খেলছে। শেষ অবধি তাদের ম্যাচটা হেরেই যেতে হয়েছে। পুরো ম্যাচজুড়ে আলো ছড়াতে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি-নেইমার জুনিয়রের মতো তারকারা।

নিসের বিপক্ষে পিএসজি ম্যাচ হেরেছে ১-০ গোলে। আগের লেগে গত বছরের ডিসেম্বরেও দলটির বিপক্ষে হেরেছিল মাওরোসিও পচেত্তিনোর দল। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে এটি বড় ধাক্কাই হয়ে আসল তাদের জন্য।

রিয়ালের বিপক্ষে প্রথম লেগে একের পর এক আক্রমণ চালালেও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েই কেবল গোলের দেখা পায়। গোলটি করেন কিলিয়ান এমবাপে। কার্ডের খাড়ায় এই ম্যাচে ছিলেন না তিনি। চেনা নেইমারেরও দেখা মেলেনি, মেসিও খুঁজে পাননি নিজেকে।

পুরো প্রথমার্ধে নিসের গোলপোস্ট লক্ষ্য করে কেবল ৪টি শট নিতে পারে পিএসজি। অন্যদিকে ঘরের মাঠে উজ্জ্বীবিত ফুটবল খেলে নিস। ম্যাচের শুরুর ছয় মিনিটের মধ্যে দুটি আক্রমণ করে নিস। গুয়েহির প্রথম শট আটকান পিএসজি গোলরক্ষক, দ্বিতীয়টি তিনি নিজেই বাইরে মারেন।

তিন মিনিট পর অবশ্য ভালো আক্রমণ করেছিল পিএসজিও। নেইমারের পাস ধরে আর্জেন্টাইন ডি মারিয়ার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ২৯ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন ডি মারিয়া।

দ্বিতীয়ার্ধেও নিজেদের খেলায় ফিরতে পারেনি পিএসজি। নেইমারের একটি ফ্রি কিক দুর্বলভাবে গোলরক্ষকের হাতে পৌঁছায়। বদলি হিসেবে নামা ইকার্দির শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

এরপর ম্যাচের দুই মিনিট বাকি থাকতেই গোলের দেখা পায় নিস। এতে অবশ্য দায়টা জর্জিনিয়ো উইজনালডমের। সতীর্থের ক্রস স্লাইড করে ক্লিয়ার করতে ব্যর্থ হন তিনি। তার পেছনে থাকা দেলোঁ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। লিগ ওয়ানে তৃতীয় হারের স্বাদ পায় পিএসজি।

লিগ ওয়ানে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিস।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..