বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচার এবং বাগেরহাট-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার ১৪নং বারইখালী ইউনিয়নের হাফেজ সাহেবের মাদ্রাসা বাজার এলাকায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।
এ সময় তিনি বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপি’র কর্মসূচি নয়, এটি আজকের বাংলাদেশের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটবে।”
তিনি আরও বলেন, “বিএনপি দেশের গণমানুষের দল। জনগণের অধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নির্দেশে দলের সব অঙ্গসংগঠন মাঠে রয়েছে এবং থাকবে।”
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের হাতে হাতে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের দিকনির্দেশনা তুলে ধরা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারইখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পলাশ হোসেন মৃধা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির, যুবদল নেতা এইচ. এম. আবু হানিফ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল ব্যাপারী, ছাত্রদল নেতা এইচ. এম. আব্দুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে নেতৃবৃন্দ বলেন,
“বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাই হতে পারে একটি নতুন দিগন্তের সূচনা।”
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দিয়ে রাষ্ট্র সংস্কারের এই রূপরেখা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।