রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে নিম্নমানের উপকরণ দিয়ে চলছে সড়ক সম্প্রসারণের কাজ মুরাদনগরে পুটি মাছ কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে স্ত্রী খুন নেতা নয় জনগণের কামলা হয়ে থাকতে চাই- কায়কোবাদ বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে : আজাদ মজুমদার পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ নান্দাইলে যুগের হাওরে পুলিশ ডিউটি বক্সটি সংস্কার চায় এলাকাবাসী প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

চীন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় ৫ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৬১২২ বার পঠিত

বিতর্কিত চীন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতীয় সামরিক বাহিনীর পাঁচ সৈন্য নিহত হয়েছেন। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে চলতি মাসে ওই অঞ্চলে ভারতীয় সামরিক বাহিনীর অন্তত দুটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশকে চীনা ভূখণ্ড থেকে বিভক্তকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছের প্রত্যন্ত শহর টুটিংয়ের দক্ষিণে ভারতীয় সামরিক বাহিনীর ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলার রুমের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন হেলিকপ্টারের পাইলট। প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারী কর্মকর্তারা হেলিকপ্টারের পঞ্চম ও শেষ আরোহীকে উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।

এই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। চলতি মাসেই অরুণাচলের পূর্বাঞ্চলীয় তাওয়াংয়ে নিয়মিত ফ্লাইটের সময় ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারের একজন পাইলট নিহত হন। এই দুর্ঘটনার কয়েক সপ্তাহ পর টুটিংয়ের দক্ষিণে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে ১৯৬২ সালে একবার পুরোমাত্রার যুদ্ধে জড়িয়েছিল চীন এবং ভারত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যকে বেইজিং পুরোপুরি নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। চীন অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ হিসাবে বিবেচনা করে।

সূত্র: এএফপি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..