ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরীর সার্বিক তত্বাবধানে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা সদর দলীয় অফিসে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ সোমবার এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আহবায়ক ইয়াসের খান চৌধুরীর নির্দেশে বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থান গুলোতে দোয়া মাহফিলের আয়োজন হয়েছে।
আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব মো এনামুল কাদির, যুগ্ম আহবায়ক মো নাজমুল হাসান, আব্দুল মমিন মাষ্টার, কাজী গোলাম মোস্তফা, রাজগাতী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আতাউর রহমান বুলবুল, সদস্য সচিব ইমরান হাসান খোকা, মুশুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওমর ফারুক মাষ্টার, গাংগাইল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য বৃন্দ, উপজেলা মহিলা দলের সভাপতি বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।