কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অপহরণ ও মুক্তিপণ দাবির মতো গুরুতর ঘটনায় তাড়াইল থানার এসআই মো: রাকিব এর নেতৃত্বে পুলিশের দ্রুত ও পেশাদার অভিযানে ১জন আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাড়াইল থানার পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পুলিশ তালজাঙ্গা গ্রামের রনি মিয়া (৩২) নামের এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এমন দ্রুত পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, অপহরণের মতো ভয়াবহ অপরাধে পুলিশ যদি এভাবেই তৎপর থাকে, তাহলে অপরাধীরা সহজে সাহস পাবে না।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, “অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় পুলিশের সক্রিয়তা ও দায়িত্বশীল ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণ মানুষ মনে করছেন, পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ জননিরাপত্তা নিশ্চিত করতে আস্থার জায়গা তৈরি করছে।
ভুক্তভোগীর পরিবারও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেছেন যে, শিগগিরই অপহৃত ব্যক্তিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।