তাড়াইলের চিকনী “হিলফুল ফুজুল যুব সংঘ”-এর ৫ম বর্ষ পূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে এক মহতী সামাজিক উদ্যোগ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার চিকনী মোড় এলাকায় দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখেন এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. ধ্রুব রায় চৌধুরী, এমবিবিএস (ডিইউ), পিজিটি (মেডিসিন) (ডিএমসি), এফসিপিএস (এফ.পি), গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ।
এছাড়া ডা. কামরুল হাসান সরকার, এমবিবিএস, ডিপ্লোমা ডার্মাটোলজি (অন কোর্স), ইংল্যান্ড; প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, চর্মরোগ বিষয়ে সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন ডা. কৌশিক পাল টুটন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সি.ই.পি.বি.টি.ই.বি (ঢাকা), এফ.টি.আই. মেডিসিন, গাইনি অ্যান্ড সার্জারি, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ ছাড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আবুল হাসেম, ইউপি সদস্য, ০১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ।
উল্লেখ্য, চিকনী “হিলফুল ফুজুল যুব সংঘ” ০১ জানুয়ারি ২০২১ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে এলাকার সর্বস্তরের জনগণকে এ ধরনের উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়।