রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে শেখ হাসিনার ভাতিজাসহ ২৮ জনের নামে মামলা পঞ্চগড়ে নদী থেকে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার গাইবান্ধায় দু’পক্ষ মুখোমুখি অবস্থান, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে গণপিটুনিতে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন তাড়াইলে সাংবাদিকদের নৌভ্রমণ সিলেট-চারখাই-শেওলা মহাসড়কের কাজ নিয়ে ষড়যন্ত্র করলে আন্দোলনের হুমকি জামিনে বের হয়েই রাতের আধারে ঘর ভেঙ্গে নিলেন যুবদল নেতা মুজিবনগর সীমান্তে ৫১ হাজার ডলারসহ চোরাকারবারী আটক ভারত বসে দেশকে অস্থিতিশীল করার প্লান করছে আওয়ামীলীগ: আলতাফ হোসেন চৌধুরী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

ফুডবল বিশ্বকাপ: শেষ বাচা মরার লড়াই আজ

স্পোর্টস ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৩৭ বার পঠিত

ফুডবল বিশ্বকাপে শেষ বাচা মরার লড়াই আজ। শেষ লড়াটা লড়বেন আর্জেন্টিনা-ফ্রান্স।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় এখন ফ্রান্স। শিরোপা ধরে রাখতে কিলিয়ান এমবাপে-অলিভিয়ার জিরুডদের পেরোতে হবে আর এক ধাপ। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে আসলেও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের লড়াইটা মোটেও সহজ হবে না ফ্রান্সের জন্য। তবে সে বিষয়টা অবশ্য ভালো করেই জানেন ফরাসি গোলরক্ষক উগো লরিস।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছিল জঘন্য। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারে লিওনেল মেসির দল। এরপর প্রতিটি ম্যাচই ফাইনালের মতো করে খেলেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। টুর্নামেন্ট যত এগিয়েছে, আর্জেন্টাইনদের খেলায় তত ধার বেড়েছে। ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডসকে টপকে এবার শিরোপার মঞ্চে মেসিরা।

৩৬ বছরের খরা কাটাতে ফাইনাল ম্যাচে জীবন বাজি রেখেই খেলবে আর্জেন্টিনা। আর দলের সেরা তারকা মেসিও আছেন দারুণ ছন্দে। তাই শিরোপা নিজেদের করাটা মোটেও সহজ হবে না প্রতিপক্ষ ফ্রান্সের জন্য, মানছেন তাদের গোলরক্ষক লরিস। তাই ম্যাচের আগের দিন বাড়তি সতর্কতার সুর ফরাসি অধিনায়কের কণ্ঠে।

গতকাল ফাইনালের আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন লরিস। জানালেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে শিরোপার লড়াই, ‘আর্জেন্টিনা অনেক বড় দল। কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে, সেটা তারা দেখিয়েছে। আর মেসির মতো একজন খেলোয়াড় আছে তাদের, ফুটবল খেলাটায় যে ছাপ রেখে দিয়েছে। একটা দারুণ ম্যাচ হওয়ার সব উপকরণই আছে ফাইনালে। সবকিছু নিজেদের পক্ষে রাখার চেষ্টা করব আমরা।’

শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবারের টুর্নামেন্টে শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিল ফ্রান্স। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে শেষ ষোলতে ওঠে তারা। নকআউটেও তাদের লাগাম পায়নি তেমন কেউই। এবার শিরোপার মঞ্চে এমবাপে-জিরুডরা কেমন করে সেটাই দেখার বিষয়।

লুসাইলের আইকনিক স্টেডিয়ামে আজ রাতে হবে শিরোপা নির্ধারণী লড়াই। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে লিওনেল মেসি মেসি-কিলিয়ান এমবাপের দ্বৈরথ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও টি-স্পোর্টস।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..