রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে নিম্নমানের উপকরণ দিয়ে চলছে সড়ক সম্প্রসারণের কাজ মুরাদনগরে পুটি মাছ কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে স্ত্রী খুন নেতা নয় জনগণের কামলা হয়ে থাকতে চাই- কায়কোবাদ বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে : আজাদ মজুমদার পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ নান্দাইলে যুগের হাওরে পুলিশ ডিউটি বক্সটি সংস্কার চায় এলাকাবাসী প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

৭টি হারানো মোবাইল ফিরিয়ে দিলেন পুলিশ

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৫৮২৬ বার পঠিত

মানিকগঞ্জের হরিরামপুরে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে হরিরামপুর থানা পুলিশ। গত কয়েক মাসে থানায় হওয়া জিডির সূত্র ধরে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে মালিকদের নিকট ফোনগুলো হস্তান্তর করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য। দীর্ঘদিন পরে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা।

মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন- মো. জহির উদ্দিন, মো. আল আমিন, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, রেণু রানী রায়, লাল খাঁন এবং মো. জাহিদ।

ঝিটকা শিকদারপাড়া গ্রামের মো. জহির উদ্দিন মোবাইল ফিরে পেয়ে খুশি। তিনি বলেন, এক মাস আগে ঝিটকা বাজার থেকে মোবাইল ফোনটি হারিয়ে যায়। এর পরপরই থানায় জিডি করি। আজ মোবাইল ফোনটি ফিরে পেলাম। হারিয়ে গেলে মোবাইল পাওয়া যায়, এটা জানতাম না। পুলিশকে অনেক ধন্যবাদ।

প্রায় তিন মাস আগে মোবাইল ফোন হারিয়েছিলেন গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সালাম। মোবাইল ফিরে পাওয়ার খুশিতে পুলিশকে মিষ্টিমুখ করান তিনি। সালাম বলেন, তিন মাস আগে মোবাইল হারিয়ে জিডি করেছিলাম। আজ মোবাইল বুঝে পেলাম। পুলিশকে ধন্যবাদ জানাই।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন, বিভিন্ন সময়ে করা জিডির সূত্র ধরে ৭টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। সাতটির মধ্যে হরিরামপুর থানা এলাকা থেকে একটি, নারায়ণগঞ্জ থেকে তিনটি, কুমিল্লা, রাজবাড়ী ও ঢাকার ধামরাই থেকে একটি করে মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..