শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্য সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ মুরাদনগরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ব্যবসায়ীর ১০ লাখ টাকা ক্ষতি পটুয়াখালী মির্জাগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় দশম শ্রেণীর ছাত্র গুরুতর আহত গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা পটুয়াখালীতে পরীক্ষার ফী দিতে না পারায় শিক্ষার্থীকে শিক্ষকের গালমন্দের প্রচারনা মিথ্যা ও বানোয়াট নান্দাইলে সিংরইল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটি ও নতুন শিক্ষকদের বরণ ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে এসিআই লিঃ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর’কে সম্মাননা স্মারক প্রদান

পরিবেশ রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৭৭৯ বার পঠিত

‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে
পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃক্ষরোপণ কর্মসূচি ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’ এর আয়োজন করেছে। ০১ জুন থেকে শুরু করে মাসব্যাপী ৩০ জুন পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি চলবে।

কর্মসূচিতে রয়েছে, সংগঠনের সকল পর্যায়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা। প্রত্যেক জনশক্তির অন্তত ১টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অন্তত ২টি করে চারা বিতরণ করা। শাখাভিত্তিক সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা। বৃক্ষ নিধন রোধ ও বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা। প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজন করা বিশেষত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা। শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আঙিনায় অনুমতি সাপেক্ষে বৃক্ষরোপণ করা।

সকল ক্যাম্পাসের হলগুলোতে টবসহ বৃক্ষরোপণ করা। বাড়ির আঙিনায় বা ছাদে বৃক্ষরোপণ করা। বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাসার বারান্দা ও ছাদে বাগান তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা। শহীদদের নামে তৈরিকৃত বাগানসমূহ পরিচর্যা ও নতুন গাছ লাগানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করা। বৃক্ষরোপণের পর তার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় তত্ত্বাবধান নিশ্চিত করা এবং বিগত বছরের রোপিত চারা গাছের পরিচর্যা করা। রোপিত চারার সুরক্ষা ও বিগত বছরগুলোর গাছের পরিচর্যা নিশ্চিত করা।

সংগঠনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনায় আরও জানানো হয়েছে, চাষাবাদযোগ্য জমির আশেপাশে বৃক্ষরোপণ না করা এবং অনুমতি ছাড়া কোনো স্থানে বৃক্ষরোপণ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রশিবির। সংগঠনটির পক্ষ থেকে সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যার মাধ্যমে এই সবুজ অভিযানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..