শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান রাজনৈতিক হত্যাকাণ্ড: অশনিসংকেত কি উপেক্ষিতই থাকবে? এক লাখ টাকা ঘুস না দেওয়ায় মিথ্যা তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ গ্রাম্য শালিস ব্যবস্থার অবক্ষয়: ন্যায়বিচারের নামে শোষণের নতুন রূপ আমতলীতে যুবলীগের সাবেক সহসভাপতি আটক, ইসলামী আন্দোলনের জিম্মায় হস্তান্তর মহিপুর প্রেসক্লাবের সভাপতির ইন্তেকালে গভীর শোক দুই প্রার্থীতে বিভ্রান্ত বিএনপি ভোটার তাড়াইলে মারকাযুল উলূম আল ইসলামিয়ার বর্ষ সমাপনী ও পুরস্কার বিতরণ আমতলীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত দলীয় বিভাজন ও হেভিওয়েট প্রার্থীর প্রতিযোগিতায় পটুয়াখালী-৩ আসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বন্ধ হচ্ছে ৭ কলেজের ভর্তি

আফরুজা আক্তার আভা:
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৩৭ বার পঠিত

আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হতে চলেছে। আজ ২৭ জানুয়ারি অধিভুক্ত সাতটি কলেজের অধ্যক্ষগণের সাথে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ।

আজ দুপুর বারোটা থেকে অনুষ্ঠিত এ সভায় ঢাবি অধিভুক্ত সাত কলেজে উদ্ভূত সমস্যা এবং শিক্ষার্থীদের দাবির বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অধিভুক্ত সরকারি সাতটি কলেজের অধ্যক্ষ গণের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বিভিন্ন অনুষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

উল্লেখ্য, বিগত শেখ হাসিনা সরকারের নির্দেশে শিক্ষার মান উন্নয়নের জন্য রাজধানীর সুনামধন্য সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু অধিভুক্তির পর থেকেই শিক্ষার মান বৃদ্ধির পরিবর্তে উত্তরোত্তর বিভিন্ন শোষণ ও অনিয়ম সংক্রান্ত জটিলতায় বারংবার অধিভুক্তি বাতিলের দাবি তুলেছে সাত কলেজ শিক্ষার্থীরা। বিগত কয়েক মাসে শিক্ষার্থীদের মাঝে ঢাবি প্রশাসনের বিরুদ্ধে এ অসন্তোষ চরমে উঠেছে।

উচ্চশিক্ষার মান সমুন্নত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেছে ৭ কলেজ শিক্ষার্থীরা।
এই সাতটি সরকারি কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিকে কেন্দ্র করে কয়েক মাস যাবত আন্দোলন ও প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বেশ কিছু শিক্ষাবিদদের নিয়ে একটি সুপারিশ কমিটি গঠন করা হয়েছে।

সুপারিশ কমিটি গঠনের পর শিক্ষার্থীরা আসন্ন শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ভর্তি পরীক্ষা গ্রহণ না করার দাবি তুললেও সম্প্রতি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাবি প্রশাসন।

এ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ধারণক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করা সহ অন্যান্য দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা। উক্ত বিষয়ে আলোচনার উদ্দেশ্যে সাক্ষাতে গেলে সেখানে উপ উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপ উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ জমায়েত ও প্রতিবাদ প্রকাশ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুরুতর আহত হয়েছে বেশ শিক্ষার্থী।

এরপর আজ সকালে আন্দোলনরত ৭ কলেজ শিক্ষার্থীরা উপ উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবি মেনে নিতে ৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছে।

এরই মাঝে, পূর্বনির্ধারিত সময়েই সরকারি সাত কলেজের অধ্যক্ষগণের সাথে উদ্ভূত সমস্যা ও শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি বাতিল করে আসন্ন ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে উক্ত অধিভুক্ত সাত কলেজের ভর্তি প্রক্রিয়া বন্ধ ঘোষণা করেছে ঢাবি প্রশাসন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..