রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে।
আজ ১ ডিসেম্বর সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শেখ রেহানাকে ৭ বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেন। রায়ের অংশ হিসেবে শেখ রেহানার নামে বরাদ্দকৃত পূর্বাচলের ১০ কাঠা জমির প্লট বাতিল করা হয়।
ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন ২০২৪ সালের ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন। প্রথমে ১৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
গত ২৫ নভেম্বর আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ করে ১ ডিসেম্বর রায়ের দিন নির্ধারণ করেন। মামলায় মোট ৩২ জন সাক্ষী আদালতে জবানবন্দী দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, এবং সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও অনেকে।
রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে শেখ রেহানার নামে বরাদ্দ পাওয়া ১০ কাঠা প্লট বাতিল করা হয়েছে। জমিটি সরকারের নামে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। রায় ঘোষণার পর আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।