কুমিল্লার মুরাদনগরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল মিয়া মৃত্যুবরণ করেছেন। বুধবার (১২ জুলাই) সকালে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর, তিনি ১ স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে প্রতিদিনের ন্যায় জমিনে কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফতাব উদ্দিন জানান, ইউপি সদস্য বাবুল মিয়া দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বুধবার বাদ আসর রামপুর-মটকিড়চর ঈদগা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।