নান্দাইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো ব্রাদারসহোম
ময়মনসিংহের নান্দাইলে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘ব্রাদাস হোম’। বৃহস্পতিবার রাতে এতিম, পঙ্গু, বিধবা আসহায় ৭০ পরিবারের শীতার্ত মানুষের হাতে এ কম্বল উপহার তুলে দেয়া হয়।
রাতের আধারের ব্রাদাস হোমের সদস্য সমাজ সেবক রিমন মিয়া, আলআমিন, দিদার, সিয়াম, মারুফ,রিদয়, নাইম, মমিন, আলহাজ্ব, রবিন, রমিজ,আসিফ,প্রকাশ, ওসমান, সানি,তানভির সহ আরো অনেকেই হাতে হাতে পৌঁছে দেন।
এসময় সমাজ সেবক রিমন মিয়া বলনে মানবতার কল্যাণে ব্রাদাস হোম সংগঠনের পথচলা। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজ একটি হুইল চেয়ার অসহায় ব্যক্তিকে উপহার
দিয়েছি। যা ছিলো সপ্তম তম। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের পাশে দাড়ানোর তৌফিক দান করেন। তিনি আরো বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সহযোগীতা করে একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।