রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু,বিচারের দাবিতে ভুক্তভোগীর পরিবার ও এলাকা বাসীর বিক্ষোভ মোরেলগঞ্জে ‘ফিউচার ন্যাশন’ টিমের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের লিফলেট বিতরণ পাঁচকল্লি টুপি পড়িয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মী সাজিয়ে বিএনপিরতে যোগদান কুড়িগ্রামে বিরল রোগে সিফাতের মাথা জুড়ে বেঁধেছে বাসা ধীরে ধীরে করছে গ্রাস নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল উলিপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: অপসারণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন বিয়ানীবাজারের একডজন স’মিল: করাতের শব্দে হারিয়ে যায় শ্রমিকের জীবনের নিরাপত্তা চর রাজিবপুর সাব-রেজিস্ট্রি ঝুঁকি পূর্ণ অফিসে চলছে কার্যক্রম দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি এলাকাবাসীর

কুড়িগ্রামে বিরল রোগে সিফাতের মাথা জুড়ে বেঁধেছে বাসা ধীরে ধীরে করছে গ্রাস

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫৩ বার পঠিত
কুড়িগ্রামে বিরল রোগে আক্রান্ত সিফাত.........................ছবি সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি: আর দশটি শিশুর মত খাচ্ছে-দাচ্ছে, খেলছে এবং ছুটোছুটি করছে ১৫ মাস বয়সি শিশু সন্তান সিফাত। জন্মের পর তার মাথার পিছনে জরুলের মত ছোট্ট একটি কালো দাগ সবার নজরে আসে। চিকিৎসকদের কাছে গেলে তারা অভয় দিয়ে বলেছিলেন বয়স বাড়ার সাথে সব ঠিক হয়ে যাবে! কিন্তু ঠিক তো হয়নি, উল্টো বয়স বাড়ার সাথে সাথে তার মাথার পিছনের বিরল ধরণের রোগটি ক্রমান্বয়ে বিস্তার লাভ করা শুরু করে। বিগত ১৫ মাসেই তার মাথার পিছনটি সম্পূর্ন আক্রান্ত হয়ে গেছে। ফলে আতংকে রয়েছে পরিবারটি।

জানা গেছে, কুড়িগ্রাম ও রংপুরের চিকিৎসকগণ দ্রæত ঢাকায় নিয়ে চিকিৎসার পরামর্শ দিলেও দরিদ্র পরিবারটি চিকিৎসার অর্থ সংগ্রহ করতে না পারায় হাতপা গুটিয়ে বসে আছে বাড়িতেই। সময়ক্ষেপন করায় ধীরে ধীরে রোগটি আরও ভয়ানক আকার ধারণ করেছে। হঠাৎ যে কেউ দেখলে এখন চমকে উঠবেন। সন্তানের সুচিকিৎসায় সবার কাছে সহযোগিতা চেয়েছেন পরিবারটি।

সরজমিন খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর দক্ষিণ চর ভূরুঙ্গামারী গ্রামের আশরাফুল ও শরিফা দম্পত্তির প্রথম সন্তান সিফাত। আশরাফুলের পরিবারের পুরুষ সদস্যরা সবাই মাছ কেনাবেছা করে জীবিকা নির্বাহ করেন। সামান্য আয়ে চলে তাদের সংসার। এই সংসারে প্রথম পূত্র সন্তান পেয়ে খুশি হয়েছিলেন পরিবারটি। কিন্তু সন্তানের মাথার পিছনের ছোট্ট একটি কালো দাগ তাদের উৎসাহ আনন্দে যে জল ঢেলে দিবে সেটা কল্পনাই করেননি তারা। সন্তানকে প্রথমে ভূরুঙ্গামারী ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তারা রোগের নাম বলতে পারেননি, উল্টো শিশুটিকে দ্রæত ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দেন। স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন এটি একটি বিরল ধরণের বংশানুক্রমিক চর্মরোগ। যাকে ‘কিউটিস ভার্টিসিয়া জাইরাটা (সিভিজি)’ নামে অভিহিত করা হয়। সার্জারীর মাধ্যমে এটি অপসারণ করা সম্ভব। তবে এটি দ্রæত বিস্তার লাভ করায় বিপদজনক অবস্থায় রয়েছে। কালক্ষেপন না করে দ্রæত চিকিৎসা প্রয়োজন। কিন্তু হতদরিদ্র পরিবারের লোকজন চিকিৎসার অর্থ সংগ্রহ করতে না পেরে হতাশ! ভীষণ দুশ্চিন্তায় কাটছে তাদের দিন।

সিফাতের মা শরীফা খাতুন জানান, এটা জন্মগত অবস্থায় ছিল। ভীষণ চুলকায়। চুলকাটলে রক্ত বের হয়। এজন্য ছেলে কান্নাকাটি করে। আগে ছোট ছিল এখন মাথা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। টাকা সংগ্রহ করতে পারছি না। ফলে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে না। ছেলের জন্য বুক ফেঁটে কান্না আসে। কিন্তু কিছুই করার নেই।

সিফাতের পিতা আশরাফুল আলম জানান, আামার ছেলেকে দু’মাস হলো রংপুরে দেখাইছি। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না। আমি যে টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে ছেলের চিকিৎসা হবে না। এজন্য চিকিৎসা করাতে পারছি না। সন্তানকে নিয়ে খুব বিপদে আছি।

সিফাতের দাদা হামিদুল ইসলাম জানান, আমরা প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে সিফাতকে দেখাই। তারা রোগের নাম বলতে পারেনি। তাদের পরামর্শে রংপুর মেডিকেলে নিয়ে যাই। সেখানকার ডাক্তারও রোগের নাম না বলে ঢাকায় নিয়ে যেতে বলেছেন। অর্থ সংগ্রহ করতে না পারায় নাতিকে ঢাকায় নিতে পারছি না। আপনারা সহযোগিতা করলে তাকে ঢাকায় নেয়া সম্ভব।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো. সায়েম জানান, এটি একটি বিরল ধরণের একটি স্কিন ডিজিজ। বংশানুক্রমে এটি বিস্তার লাভ করে। শিশুটিকে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করা সম্ভব হতে পারে। সিফাতের সাথে যোগাযোগ নাম্বার: ০১৭৭৬৮৮৪৬৫১ (দাদা হামিদুল ইসলাম)০১৭১৯০২৬৭০০

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..