রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমিশনের মধ্যে যে যে দলের আছেন, সে সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন : হাসনাত আবদুল্লাহ তাড়াইলে কাপড়ের দোকানে চুরি, প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট তাড়াইলে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থীর ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে ইউনিয়ন ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমিটি গঠন নলছিটিতে শতাধিক সনাতন ধর্মালম্বীর বিএনপিতে যোগদান আমতলীতে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার মিলে মিশে নিয়োগ পরীক্ষা! অধ্যক্ষের ছেলে ও দাতা সদস্যের ছেলের স্ত্রী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাংবাদিক ড. অখিল পোদ্দারের বাবার পরলোকগমন রাইজ এবাভ অল ২০২৫: স্বপ্ন, সাহস আর নেতৃত্বের উৎসবে অনুপ্রাণিত হলো হাজারো মানুষ তাড়াইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত

পটুয়াখালীতে দৈনিক বাংলাদেশ বাণীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৭৫৭ বার পঠিত
পটুয়াখালীতে দৈনিক বাংলাদেশ বাণীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন .......................ছবি সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব হলরুমে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী মামুন।
সঞ্চালনা করেন মনজুর মোর্শেদ তুহিন, জেলা প্রতিনিধি, বাংলাদেশ বাণী, পটুয়াখালী।

প্রধান অতিথি ছিলেন শাহআলম শিকদার, সদস্য সচিব, গণ অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা।
বিশেষ অতিথি ছিলেন মতিউর রহমান তালুকদার, উপদেষ্টা, পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব। মোঃ শামিম খন্দকার, সাবেক সভাপতি, পৌর শ্রমিক দল।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ সোলায়মান হোসেন, সমন্বয়ক, পটুয়াখালী জেলা, মোঃ নাসির তালুকদার, সাধারণ সম্পাদক, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাদল হোসেন, জেলা প্রতিনিধি, এশিয়ান টিভি ও বণিক বার্তা
এবং মোঃ তুহিন শরিফ, সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ বাণী অল্প সময়ের মধ্যেই দক্ষিণাঞ্চলের পাঠক সমাজে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এই পত্রিকাটি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

বক্তারা আরও বলেন, বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় পৃথক আয়োজনের অংশ হিসেবে পটুয়াখালীতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ইতোমধ্যে পত্রিকাটি বরিশাল বিভাগের অন্যতম বহুল প্রচারিত দৈনিকে পরিণত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বাণী শিগগিরই মাল্টিমিডিয়া ভার্সনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সমৃদ্ধভাবে পাঠকের দোরগোড়ায় সংবাদ পৌঁছে দিতে কাজ চলছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..