বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান রংপুরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে নান্দাইলে শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান ৩০ জুলাই ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর ঐতিহাসিক দিন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে নান্দাইলে এসএসসি ও এইচএসসির ১৬ কৃতি শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রংপুরে শিশুর মরদেহ উদ্ধার গাইবান্ধার সিজু মিয়ার মৃত্যুর ঘটনার তদন্ত শুরু ভৈরব নদে ভেসে উঠছে রহস্যজনক তেলজাতীয় পদার্থ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন যুগান্তরের মামুন ফরাজী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬১৬৬ বার পঠিত
২য় বারের মতো নবো নির্বাচিত সভাপতি মামুন ফরাজী।

নিজস্ব প্রতিবেদক:

মামুন ফরাজী সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে ডিএসইসিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে একাত্বতা প্রকাশ করে সবসময় কাজ করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে ২য় বারের মতো ৪২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর ও গুনী সাংবাদিক মামুন ফরাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তাদির অনিক পেয়েছেন ১৮০ ভোট।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। সারাদিন উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফল ঘোষণা অনুযায়ী সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাওহার ইকবাল খান পেয়েছেন ২৭০ ভোট।

অন্যদিকে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী, যুগ্ম সম্পাদক লাবিন রহমান, সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদদৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারজানা জবা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিবলী নোমানী, কল্যাণ সম্পাদক জাফরুল আলম, নারী বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লুনা নির্বাচিত হয়েছেন।

নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হালিমা খাতুন, অপূর্ব ইব্রাহীম, নঈম মাশরেকী, মনসুর আহমদ, আরিফ আহমেদ, মো. মোস্তাফিজুর রহমান ও হাসান আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল জানান, নির্বাচনে ১ হাজার ১৯৬ জন ভোটারের মধ্যে ৭৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে অন্যান্যদের মধ্যে দায়িত্ব পালন করেন কায়কোবাদ মিলন, শাহ মো. মুতাসিম বিল্লাহ, আল মামুন ও ইকবাল মোহাম্মদ খান।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..