রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি থেকে ১১ মামলার এজাহারভুক্ত আসামি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. জাকিরকে (৩৪) গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার ভোররাতে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার ভোররাতে মতিঝিল থানার এজিবি কলোনি আইডিয়াল স্কুলের সামনে থেকে ছিনতাইকারী মো. জাকিরকে গ্রেফতার করে মতিঝিল থানার একটি দল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত জাকির তার সহযোগীদের নিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাইসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতো।
গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।