রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

নান্দাইলে রাস্তা না থাকায় ২৫ বছর যাবত অলস পড়ে আছে কোটি টাকার ব্রীজ

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৭৭৫ বার পঠিত

অপ্রিয় হলেও সত্য যে ব্রীজ আছে কিন্তু রাস্তা নেই। এতে দীর্ঘ পঁচিশ বছর যাবত কালের সাক্ষী হয়ে মূর্তির মতো দাড়িয়ে আছে উপজেলার নান্দাইল ইউনিয়নের বলদা বিল সংলগ্ন দাতারাটিয়া গ্রামে দুপাড়ের মানুষের যাতায়াতের জন্য নির্মিত একটি বড় খালের উপর প্রায় কোটি টাকা ব্যয়ে ব্রীজটি।
জানা যায়, এলাকা বাসীর যাতায়াতের দিক বিবেচনা করে ২০০১ সালে উক্ত খালের উপর ৩৭ মিটার দৈর্ঘ ও তিন মিটার প্রস্থ ব্রিজটি নির্মিত হয়। কিন্তু যে ব্রিজ মানুষের যাতায়াত সহজতর করার জন্য নির্মাণ করা হয়ে ছিল যা মানুষের আশীর্বাদ হিসাবে কাজ করবে কিন্তু বাস্তবতা নিরিখে সেবা দানের পরিবর্তে অলস হয়ে প্রায় দুযুগের বেশি সময় ধরে দাড়িয়ে আছে। এতে দিন যতই যাচ্ছে জনমনে ততই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কীভাবে রাস্তা না করে কোন পরিকল্পনায় ব্রিজ করা হয় এমন প্রশ্ন আজ সুশীল সমাজের মুখে মুখে । যে রাস্তা দিয়ে শুকনো মৌসুমে বলদা বিলে ধান আবাদ ও বর্ষা মৌসুমে মাছ ধরতে আশেপাশের এলাকার মানুষ জন যাতায়াতের একমাত্র সহজ রাস্তা হিসাবে এ ব্রিজটি পার হয়ে নরসুন্দা নদীতে মিশেছে। ব্রিজের দক্ষিণ পাশে দাতারাটিয়া গ্রামে। সেখানে আঁকাবাঁকা আইলের মতো রাস্তা থাকলে ও ছোটখাটো যানবাহন তো দূরের কথা পায়ে হেটে পথ চলা দুস্কর হয়ে উঠে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস জানান,দুই যুগ আগে নির্মিত সেতুর কাগজ পত্র জেলা অফিসে জমা আছে। কাগজ পত্র না দেখা কিছু বলা যাবে না । অচিরেই ব্রিজটি পরিদর্শন করব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..