কিশোরগঞ্জের তাড়াইলে সাংবাদিক বনাম থানা পুলিশ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১জুলাই) বিকেল ৫টায় তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন- তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন, করিমগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো: সাব্বির রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারোয়ার হোসেন লিটন, সাধারন সম্পাদক মোঃ সারোয়ার আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক ছাত্র ও যুব বিঃ সম্পাদক, মোঃ সামির হোসেন সাকি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো: ইকরাম হোসেন, তাড়াইল প্রেসক্লাব, তাড়াইল উপজেলা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তাড়াইল সাংবাদিক বনাম থানা পুলিশ একাদশ ফুটবল টুর্নামেন্ট ০-০গোলে ড্র হয়।