সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের মতের বিরোধ থাকবে, তবে দেশ ও জুলাইয়ের প্রশ্নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: সাদিক কায়েম যৌন হয়রানির অভিযোগে বেরোবির অধ্যাপক রশীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত রংপুরে জমিদারবাড়ী থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার উত্তরাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচনের দ্বারপ্রান্তে বেতাগীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শ্রমিক নিহত নান্দাইলে কৃষাণ কৃষানী সংগঠনের উদ্যোগে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ তিস্তার পানি বিপাদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দিনাজপুরে গড়ে উঠেছে বিদেশি ফল আনারের বাগান চির নিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আলা উদ্দিন দিনাজপুরে বাগানে ঝুলছে বিদেশি ফল রামবুটান

হরিরামপুরে জামায়াতের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত
হরিরামপুরে জামায়াতের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত ..........................................ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এখন সরগরম। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন মিছিল, মিটিং, গনসংযোগ ও মাঠে প্রচারনা জোরদার করেছে। এরই অংশ হিসেবে মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ আগষ্ট) মানিকগঞ্জ ২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে দিনব্যাপী সিংগাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচারণা ও পথসভার আয়োজন করা হয়।

এদিন সিংগাইর উপজেলার ধল্লা হতে গণসংযোগ শুরু হয়ে বালিরটেক ব্রীজ হয়ে হরিরামপুর উপজেলা চত্বর ও এরপর ঝিটকা বাজারে এসে নির্বাচনী প্রচারণা শেষ হয়। এসময় পথিমধ্যে জয়মন্টপ বাজার, সিংগাইর বাসস্ট্যান্ড, লেমুবাড়ি বাজার, বালিরটেক, হরিরামপুর উপজেলা চত্বর, লেছরাগঞ্জ বাজার ও সর্বশেষ ঝিটকা বাজারে পথসভা করা হয়।

এসময় জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান দেশ ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর দলীয় অঙ্গীকার তুলে ধরেন। এবং বলেন, “জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমরা আপোষ করবো না। ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো।”

গণসংযোগে স্থানীয় জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, ঐক্য ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..