সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু,বিচারের দাবিতে ভুক্তভোগীর পরিবার ও এলাকা বাসীর বিক্ষোভ মোরেলগঞ্জে ‘ফিউচার ন্যাশন’ টিমের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের লিফলেট বিতরণ পাঁচকল্লি টুপি পড়িয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মী সাজিয়ে বিএনপিরতে যোগদান কুড়িগ্রামে বিরল রোগে সিফাতের মাথা জুড়ে বেঁধেছে বাসা ধীরে ধীরে করছে গ্রাস নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল উলিপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: অপসারণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন বিয়ানীবাজারের একডজন স’মিল: করাতের শব্দে হারিয়ে যায় শ্রমিকের জীবনের নিরাপত্তা চর রাজিবপুর সাব-রেজিস্ট্রি ঝুঁকি পূর্ণ অফিসে চলছে কার্যক্রম দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি এলাকাবাসীর

ডাকসু নির্বাচন: যা জানা দরকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৭৫ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)------------------------------ ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বাইরে নির্ধারিত আটটি কেন্দ্রে একযোগে ভোট হবে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে ব্যালট, ভোটদানের নিয়মকানুন ও নতুন কিছু বিশেষ উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের জন্য বিস্তারিত তথ্য দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী। একই সঙ্গে ১৮টি হলে ২৩৪টি পদের জন্য লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। অর্থাৎ শিক্ষার্থীদের মোট ৪১টি ভোট দিতে হবে। ডাকসুর ব্যালট হবে পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট হবে এক পৃষ্ঠার। ভোট গ্রহণ হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।

ভোটদানের নিয়ম অনুযায়ী, প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দিয়ে পরিচয় নিশ্চিত করবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা ব্যবহার করবেন হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড। পরিচয় নিশ্চিতের পর আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে এবং ভোটার তালিকায় স্বাক্ষর করতে হবে। এরপর ভোটার গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত ঘরে ক্রস (×) চিহ্ন দিয়ে ব্যালটটি সংশ্লিষ্ট ব্যালট বাক্সে ফেলবেন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য থাকবে দুটি আলাদা ব্যালট বাক্স।

প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ব্রেইল পদ্ধতিতে ভোটদান। এ জন্য সাতটি হল থেকে পাঠানো তালিকা অনুযায়ী ৩০ জন শিক্ষার্থী ব্রেইল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকসুর ব্রেইল ব্যালট হবে ৩০ পাতার বুকলেট, যেখানে সূচিপত্রের মাধ্যমে সহজেই সংশ্লিষ্ট পদের তালিকা খুঁজে পাওয়া যাবে। হল সংসদের ব্রেইল ব্যালট হবে তিন থেকে চার পাতার। যারা ব্রেইল পড়তে পারেন না, তারা আগের নিয়মে সহযোগিতা নিয়ে ভোট দিতে পারবেন।

এরই মধ্যে ভোটদানের নিয়ম ভিডিও আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি তিনটি অনুষদ ও একটি ইনস্টিটিউটে সভার মাধ্যমে নতুন ভোটারদের সচেতন করা হয়েছে। প্রশাসনের প্রত্যাশা, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..