মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিয়ানীবাজারের নতুন ইউএনও উম্মে হাবিবা মজুমদার খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনা মেডিকেল টিম শেখ হাসিনার ৫ বছর, শেখ রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড ত্রুটিপূর্ণ তথ্য–বিভ্রাট: বেরোবিতে ব্রাকসু নির্বাচন থমকে গেল তাড়াইলে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল রাষ্ট্রপতির পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালে তার সহকারী একান্ত সচিব মোহাম্মাদ সাগর হোসেন ডিআরইউয়ের নেতৃত্বে পুনরায় আবু সালেহ আকন-মাইনুল হাসান সোহেল বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল কেন্দুয়ায় বিএনপির বিরোধী শিবিরে পালে হাওয়া, বেরিয়ে আসতে পারে দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল!

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর: সেবাহীন রুগীরা চরম ভোগান্তিতে

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৭৫৯ বার পঠিত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স--------------------------------- ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি, দায়িত্বহীনতা ও সেবাহীনতার অভিযোগে জর্জরিত। হাসপাতালে পরিদর্শনে গিয়ে রোগী, স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ওঠে আসে একের পর এক অস্বস্তিকর চিত্র যেখানে স্বাস্থ্যসেবা নয়, বরং অব্যবস্থাপনা যেন নিয়মে পরিণত হয়েছে।

হাসপাতালের বহির্বিভাগ থেকে আবাসিক ওয়ার্ড সব জায়গায় রোগীদের হতাশা একই। কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের শিথিলতা, ব্যবস্থাপনার দুর্বলতা এবং প্রয়োজনীয় তদারকির অভাবে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
রোগী ও স্থানীয়দের অভিযোগে উঠে আসা প্রধান অনিয়মগুলো

১. সেবার নিম্নমান
সঠিক সময়ে চিকিৎসক পাওয়া যায় না। নার্স সেবাকর্মীদের আচরণ নিয়ে অসন্তোষ রয়েছে। ওয়ার্ডে প্রয়োজনীয় তদারকির ঘাটতি স্পষ্ট।
২. সরকারি ওষুধ পাচারের অভিযোগ
রোগীরা জানান, ফ্রি ওষুধ পাওয়া কঠিন। অনেকের অভিযোগ সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায়, যার প্রমাণ মেলে হাসপাতালের নিয়মিত ওষুধ সংকটে।
৩. দালালচক্রের দৌরাত্ম্য
হাসপাতালের ভেতর বাইরে দালালদের সক্রিয়তা প্রকট। রোগী নেওয়া থেকে পরীক্ষা নিরীক্ষার পরামর্শ সবখানেই তাদের তৎপরতা বলে অভিযোগ।
৪. চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি
অনেক চিকিৎসক নিয়মিত সময়ে হাসপাতালে থাকেন না। এতে চিকিৎসাসেবা ব্যাহত হয়ে সাধারণ মানুষকে বেসরকারি চিকিৎসা নিতে বাধ্য হতে হয়।
৫. ঠিকাদারি কাজে অনিয়ম
হাসপাতালে চলমান বিভিন্ন উন্নয়নকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার, দায়িত্বহীন কাজ এবং ঠিকাদারি অনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয়দের।
৬. যন্ত্রপাতি অচল
প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি নষ্ট কিংবা অচল পড়ে আছে। এতে পরীক্ষা-নিরীক্ষা সম্ভব না হওয়ায় রোগীরা অতিরিক্ত খরচে বেসরকারি প্রতিষ্ঠানে যেতে বাধ্য হন।
৭. খাবারের নিম্নমান
আবাসিক রোগীদের দাবী হাসপাতালের খাবার নিম্নমানের ও অস্বাস্থ্যকর। অনেকেই খাবার না খেয়ে বাইরের উপর নির্ভর করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা তাৎক্ষণিক কোনো বক্তব্য দেননি। স্থানীয়রা বলছেন, স্বাস্থ্যসেবা কোনো দয়া নয় এটি নাগরিকের মৌলিক অধিকার। তাই তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মগুলো দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..