বরগুনার বেতাগীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) আছরবাদ ২ নং ওয়র্ডের পূর্ব বেতাগী ক্লাব কার্যালয়ের সম্মুখে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ূন কবির মল্লিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপলে বিএনপির সাবেক আহবায়ক জলিলুর রহমান খান নান্না, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত করেন বন্দর মসজিদের ইমাম মাওলানা জোবায়ের।
এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।