সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব: আহমেদ আবু জাফর সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উচ্চ লাফে ১ম হলেন হরিরামপুরের জয় জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান পটুয়াখালীতে নিম্নমানের উপকরণ দিয়ে চলছে সড়ক সম্প্রসারণের কাজ মুরাদনগরে পুটি মাছ কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে স্ত্রী খুন নেতা নয় জনগণের কামলা হয়ে থাকতে চাই- কায়কোবাদ বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি: সভাপতি শাহীন সম্পাদক দেলোয়ার

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৭৬ বার পঠিত

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ফেব্রুয়ারি) দুপুর ২টায় জেলা শহরের আখড়াবাজারস্থ শিল্পকলা একাডেমিতে ৫ম জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী। তিনি বলেন, ২০২৪সালের গণঅভ্যূত্থানের পর সংস্কারের প্রথমে ৫৩ বছরে যে দলগুলো রাষ্ট্রপরিচালনা করেছে তাদের মধ্যে যারা বিদেশে টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন।

কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাধীনতা বুকে ধারণ করলেও স্বাধীনতা উপভোগ করা যায়নি। আর এজন্যই বারবার স্বৈরাচারের চেহারা দেখেছি। নব্য স্বৈরাচার শেখ হাসিনাই শেষ নয়, দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের বিচরণ। সেই স্বৈরাচার তৈরির পদ্ধতি রেখে যদি নির্বাচন হয় তাহলে আবারও স্বৈরাচার তৈরি হবে। আমরা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ চাই।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ এহতেশাম বিল্লাহ আজিজী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি জোবায়ের আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ রুকন উদ্দীন (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..