বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
‎নান্দাইলে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে তারঘাট আনছারীয়া ফাজিল (ডিগ্রী)মাদরাসা তাড়াইলে মাওলানা ইমদাদুল হক (রহ.) এর মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল বাগেরহাট-৪ আসন বিলুপ্ত: নির্বাচন কমিশনের নতুন প্রজ্ঞাপন, মোরেলগঞ্জে উদ্বেগ ও প্রতিক্রিয়া সিলেটে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় ১৬ লক্ষাধিক টাকা ক্ষতির মামলা তাড়াইলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানবন্ধন সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান রংপুরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে নান্দাইলে শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান ৩০ জুলাই ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর ঐতিহাসিক দিন

তাড়াইলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানবন্ধন

মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল, কিশোরগঞ্জ:
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৭৬০ বার পঠিত
তাড়াইলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানবন্ধন ............................................ছবি: সংগৃহীত

“প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি স্কুলের জন্য নীতিগত বৈষম্য কেন?” এই স্লোগানে স্লোগানে ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ ফিরিয়ে দেয়ার দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, তাড়াইল উপজেলা শাখা।

৩০ জুলাই (বুধবার) সকাল ১০.৩০ ঘটিকার সময় উপজেলার প্রায় ৩৫টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনের শিক্ষক, সভাপতি ও ছাত্র-ছাত্রীরা উপজেলা চত্বরে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে কয়েকশত শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশগ্রহণ করে। উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড আইডিয়াল স্কুল, সেকান্দরনরগ কিন্ডারগার্টেন, প্রাইম কিন্ডারগার্টেন, সবুজকুড়ি কিন্ডারগার্টেন, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন, ট্যালেন্ট কিন্ডারগার্টেন, চাইল্ড আইল্যান্ড প্রি ক্যাডেট স্কুল, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন, সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট একাডেমী, আনছারী প্রি-ক্যাডেট স্কুল, মেধা বিকাশ কিন্ডারগার্টেন, ব্রাইট চাইল্ডহুড কিন্ডারগার্টেন, আল সায়ানী কিন্ডারগার্টেন, চাইল্ড মডার্ন প্রি ক্যাডেট স্কুল দূরন্ত শিশু শিক্ষা একাডেমী, বর্ণমালা শিশু একাডেমী, রফিক মাস্টার আদর্শ বিদ্যাপীঠ, নতুনকুঁড়ি কিন্ডারগার্টেন
শৃজনশীল কিন্ডারগার্টেন, পুরুড়া সৃজনশীল কিন্ডারগার্টেন, ইকরা ক্যাডেট স্কুল সহ উপজেলার আরো কয়েকটি বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, তাড়াইল কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি ও চাইল্ড আইল্যান্ড প্রি ক্যাডেট স্কুল এর প্রতিষ্ঠাতা মো. সাইদুর রহমান, তাড়াইল কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও অক্সফোর্ড আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুরুড়া সৃজনশীল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদুর রহমান খান রুবেল, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫/০৭/২০২৫ তারিখের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫ তারিখ ১৭/০৭/২০২৫-এ জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষার যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেনের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।

তারা আরো বলেন, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানষিক চাপ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাএবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। শিক্ষায় দৃশ্যমান সাফল্য বাংলাদেশের একটি বিশাল অর্জন। এ অর্জন স্বীকৃত সারা বিশ্বে। আমরা বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলের ৬ লক্ষ শিক্ষক গর্বিত এ জন্য যে, এ অর্জনের অংশীদার আমরাও। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রেখে আসছে এবং বেকার সমস্যা দূরীকরণে উল্লেখ যোগ্য ভূমিকা রাখছে।

দেশে প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন এর প্রায় ৯৫ লক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত। বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছেনা শুধু মাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে, তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি শিশুদেও মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতি এর সাম্যেরনীতির পরিপন্থী। প্রাথমিক শিক্ষা মানে কেবল স্বাক্ষরতা নয়, এর মানে হচ্ছে জাতি গঠনে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে দেওয়া। সেই ভিতগড়ার প্রথম ধাপেই যদি বৈষম্য শুরু হয়, তাহলে আমরা কীভাবে সমতার সমাজ গড়বো? শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয়। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। বিধায় বর্তমান সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত।

বিগত ১৭-০৭-২০২৫ তারিখের পরিপত্রটি প্রত্যাহার পূর্বক ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদানসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন এর কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জোর দাবী জানান।

তাছাড়া উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরাও তাদের বক্তব্যে ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জোড়ালো দাবি জানান।

মানববন্ধন শেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকগণ তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অফিসার ইনচার্জ বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..