বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে স্পষ্ট হবে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে : প্রেস সচিব দুমকিতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার ফাঁদে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত নান্দাইলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন ॥ সরকারি বাঙলা কলেজে বাংলা নববর্ষ উদযাপন তাড়াইল প্রশাসনের উদ্যোগে ঝাকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপন মনোহরদীতে পঞ্চাশকুড় দাখিল মাদ্রাসার সুপারকে লাঞ্চিত: থানায় অভিযোগ সাভারে ব্যাক টু ব্যাক ছিনতাই ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি: সভাপতি শাহীন সম্পাদক দেলোয়ার

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৭৪ বার পঠিত

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ফেব্রুয়ারি) দুপুর ২টায় জেলা শহরের আখড়াবাজারস্থ শিল্পকলা একাডেমিতে ৫ম জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী। তিনি বলেন, ২০২৪সালের গণঅভ্যূত্থানের পর সংস্কারের প্রথমে ৫৩ বছরে যে দলগুলো রাষ্ট্রপরিচালনা করেছে তাদের মধ্যে যারা বিদেশে টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন।

কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাধীনতা বুকে ধারণ করলেও স্বাধীনতা উপভোগ করা যায়নি। আর এজন্যই বারবার স্বৈরাচারের চেহারা দেখেছি। নব্য স্বৈরাচার শেখ হাসিনাই শেষ নয়, দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের বিচরণ। সেই স্বৈরাচার তৈরির পদ্ধতি রেখে যদি নির্বাচন হয় তাহলে আবারও স্বৈরাচার তৈরি হবে। আমরা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ চাই।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ এহতেশাম বিল্লাহ আজিজী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি জোবায়ের আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ রুকন উদ্দীন (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..