শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে ভ্রাম্যমান আদালতে ত্রিশ হাজার টাকা জরিমানা বরগুনা জেলার সংসদীয় তিনটি আসন পুর্নবহাল না করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ মুরাদনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ৭ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা নলছিটিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচেতনামূলক সভা অনুষ্ঠিত এই মুহূর্তে দেশে নির্বাচিত সরকার দরকার: আমীর খসরু গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ আটক ২ ঘুষ-দুর্নীতির অভিযোগে জর্জরিত যুব উন্নয়ন পরিচালক হামিদ খান গ্যালাক্সি গ্রুপের ওয়ালিদ এর বিরুদ্ধে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ ‎নান্দাইলে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে তারঘাট আনছারীয়া ফাজিল (ডিগ্রী)মাদরাসা তাড়াইলে মাওলানা ইমদাদুল হক (রহ.) এর মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৭৫৫ বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ..............................................ছবি: সংগৃহীত

সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩০ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এই সমাবেশে তিনি “নারকীয় আশুলিয়া স্মরণে” শহিদ শ্রমিক-ছাত্র-জনতার পরিবারের প্রতি সম্মান জানান।

সমাবেশে তারেক রহমান বলেন, গত দেড় দশক ধরে দেশের জনগণ আন্দোলন করে যাচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে দিতে নয়। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারকে হটিয়েছে, জীবন দিয়েছে। ফলে সরকারে যারাই থাকুক, নাগরিকদের কথা শুনেই দেশ পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম মাধ্যম হচ্ছে নির্বাচন। বিএনপি বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে যাতে প্রতিটি নাগরিক নিজ পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়। এতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং রাষ্ট্রে জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমি বিশ্বাস করি স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।

তারেক রহমান আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতির মূল শক্তি জনগণ। জনগণকে উপেক্ষা করে কোনো ব্যবস্থাই টেকসই হয় না। জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। দেশকে কেউ পরাধীন রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে তিনি আশুলিয়ায় ‘জুলাই শহীদদের’ স্মরণে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতিও দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..