বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

এশিয়া কাপ-বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব : পাপন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৫৮৬৫ বার পঠিত

আগামী এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ গুলশাস্থ  নিজ বাসভবনে টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবকে অধিনায়ক করা হয়েছে। সামনে এখন এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে, সবচেয়ে সহজ ও অবধারিত পছন্দ সাকিব আল হাসান। আরেকটা অটো চয়েজ আছে। সেটা হলো, সাকিব না খেললে সহ-অধিনায়ক যে আছে, সে হবে। লিটন দাস।’

তিনি আরও বলেন, ‘আরও দু-একটি নাম এসেছিলো, যেমন মেহেদি হাসান মিরাজ। দীর্ঘ মেয়াদে চিন্তা করলে কে হবে, সেই আলোচনাও ছিলো। কারণ এখন মুশফিক করছে না, তামিমও ছেড়ে দিল, সাকিবও যদি কখনও ছেড়ে দেয় তখন কি হবে। এজন্য দীর্ঘ মেয়াদে যখন চিন্তা করবো, তখন আরও নাম আসবে।’
ইনজুরির কারণে সম্প্রতি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। তার জায়গায় এবার ওয়ানডে ফরম্যাটেরও দায়িত্ব পেলেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব। দীর্ঘ মেয়াদে তিন সংস্করণেই সাকিব অধিনায়কত্ব  করবে কিনা এ ব্যাপারে বিসিবি বস বলেন, ‘সাকিবের সাথে এসব নিয়ে আলোচনা হয়নি। সে দেশে আসলে কথা বলতে পারবো। দীর্ঘ মেয়াদ নিয়ে তার পরিকল্পনাটা জানতে হবে। কারণ একসাথে তিন সংস্করনের দায়িত্ব তার উপর চাপ হয়ে যাবে। কারণ যে পরিমাণ খেলা আমাদের, তার সাথে কথা বলে নিতে হবে। তার সাথে কথা না বলে কিছু বলাটা কঠিন।’
তিনি আরও বলেন, ‘আমরা ঠিক করেছি, এখন এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ পর্যন্ত যত খেলা আছে, এই সময়টায় অবশ্যই সাকিব আল হাসান অধিনায়ক।’
এর আগে দু’বার ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৫০টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়ে ২৩টিতে জয় পান সাকিব। এরমধ্যে ঘরের মাঠে ২০১১ সালের বিশ^কাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঐ আসরে গ্রুপ পর্ব থেকে বিশ^কাপ শেষ করেছিলো বাংলাদেশ। ৬ ম্যাচে সমান ৩টি করে জয়-হারের স্বাদ পেয়েছিলো টাইগাররা।
ওয়ানডে বিশ্বকাপে সাত ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এরমধ্যে তিনটি জয় ও চারটিতে হার রয়েছে। বিশ^ ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে বাংলাদেশের সেরা পারফরমার সাকিব। ২০১৯ সালের বিশ্বকাপে ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে অনন্য রেকর্ডের মালিক সাকিব। (বাসস)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..