বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত তাড়াইল উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুরাদনগরে বৃষ্টিতে ভিজে বিএনপি’র নেতাকর্মীদের বিজয় মিছিল গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে মুরাদনগরে প্রশাসনের শ্রদ্ধা হাসিনা পতনের মিছিল থেকে ফেরার পথে বাস গাড়ী চাপায় প্রভাষক নিহত চাঁদাবাজ মুক্ত সুন্দর নান্দনিক নান্দাইল গড়তে সকলের সহযোগিতা চান ইয়াসের খান চৌধুরী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আবু সাঈদের মা-বাবা গণঅভ্যুত্থানে হামলায় জড়িত জাবির ৬৪ ছাত্রছাত্রী আজীবন বহিষ্কার রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মোরেলগঞ্জে নানা কর্মসূচি পালিত

প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৫৮৩৯ বার পঠিত

প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার সুরসহ তিন জনের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন একই অধিদফতরের চিফ সায়েন্টিফিক অফিসার ডা. আজিজুল ইসলাম। মামলার অপর দুই আসামি হলেন, অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পরিচালক ডা. মো. আনিছুর রহমান ও প্রকল্প পরিচালক অসিম কুমার দাস।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি এই মামলাটির আবেদন করেন।

আদালত এসময় বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেগিস্টগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বাদীর পক্ষে আইনজীবী তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আজিজুল ইসলাম প্রতিদিনের মতো ২৪ জুন সকাল ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদফতরের উদ্দেশে বের হন।

রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরদের প্রধান কার্যালয় ও কৃষিবিদ ইনস্টিটিউটের ( কেআইবি) মাঝামাঝি জায়গায় আগে থেকে দেশীয় অস্ত্র নিয়ে ওঁৎ পেতে ছিলেন আনিছুর রহমান ও অসিম কুমার। আজিজুল ইসলাম সেখানে পৌঁছালে তারা তার গাড়ি রোধ করে। আজিজুল গাড়ি থেকে নামলে আনিছুর রহমান তাকে জড়িয়ে ধরেন এবং মলয় কুমার তার গলা চেপে ধরেন।

অসিম কুমার তাকে পিটিয়ে আহত করেন। তিনি মাটিতে পড়ে গেলে আনিছুর রহমান তার পকেটে থাকা ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যান। পরে অন্যরা এসে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে ডা. আজিজুল ইসলামের সাথে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান প্রাণিসম্পদের মাফিয়া ডা. মলয় কুমার সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাকুরিবিধি অনুযায়ী চাকুরী হতে বরখাস্ত ও আইনানুগ প্রতিকার চেয়েছেন । তিনি আরও বলেন, ডা মলয় কুমার শুর এতটাই বেপরোয়া হয়ে গেছে যে , গত ২৭ জুন দুপুরে পরিচালক বাজেটে ডা. বরুণ কুমার দত্তকে বহিরাগত লোকদের দ্বারা শারিরীক ভাবে লাঞ্চিত করেছেন বলেও জানানো হয়েছে। এ নিয়ে ভুক্তভোগী এখনও কোন বিচার পান নাই।

এ ছাড়াও মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করেন ডা. আজিজুল ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..