বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

তাড়াইলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুব দিবস

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫৮০০ বার পঠিত

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে।

১ নভেম্বর (শুক্রবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব সমাবেশ, শপথ পাঠ, আলোচনা সভা, ৬৯ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার আমির মাওলানা এনামুল হক, সাবেক ছাত্র নেতা সামির হোসেন সাকী প্রমূখ।

যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ভ্রাম্যমান আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ে ১৯ জন ছেলে ও ২০ জন মেয়ে ৪৪ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করে এবং ৭ দিন মেয়াদে ব্লক পিন্টিং প্রশিক্ষণার্থী ছিল ৩০ জন। উক্ত দিবসে এসকল প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণের সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সংগঠন সমূহকে প্রাণ চঞ্চল ও গতিশীল করনে অত্র দপ্তর হতে সংগঠন ভিত্তিক অনুদান ও ঋণ প্রদান করা হয়। বক্তারা আরও বলেন, উদ্দীপ্তকরণ প্রশিক্ষণ ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে যুবদের কর্মসংস্থান আত্মকর্মস্থানে নিয়োজিত করা সহ দেশের উন্নয়নে প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাদের সম্পৃক্ত করতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আলমাছ হোসেন বলেন, দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান কিংবা কর্মসংস্থানে নিয়োজিত করা এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে বেকার যুবকদের সম্পৃক্ত করতে হবে।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, উৎপাদনশীল যুব সমাজকে সু-সংগঠিত, সুশৃংখল এবং উৎপাদন মুখী শক্তিতে রূপান্তর করতে হবে। তবেই দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..