রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে নিম্নমানের উপকরণ দিয়ে চলছে সড়ক সম্প্রসারণের কাজ মুরাদনগরে পুটি মাছ কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে স্ত্রী খুন নেতা নয় জনগণের কামলা হয়ে থাকতে চাই- কায়কোবাদ বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে : আজাদ মজুমদার পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ নান্দাইলে যুগের হাওরে পুলিশ ডিউটি বক্সটি সংস্কার চায় এলাকাবাসী প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

১ জানুয়ারি কেন বাংলাদেশের বেশিসংখ্যক মানুষের জন্ম

অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৭৭ বার পঠিত

বাংলাদেশের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের জন্ম তারিখ যাচাই করলে দেখা যাবে, বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় অনেক বেশি মানুষের জন্ম তারিখ পহেলা জানুয়ারি।

এমনটি কেন হয়েছে, সে বিষয়ে কোনো গবেষণা নেই। এবং সুনির্দিষ্ট কোনো কারণ ও খুঁজে পাওয়া দুষ্কর। তবে বিভিন্ন সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের জন্ম তারিখের ক্ষেত্রে জানুয়ারির এক তারিখের প্রাধান্য দেখা গেছে। শিশুদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরাও এই প্রবণতা লক্ষ্য করেছেন।

শিশু বিশেষজ্ঞ ড. ইশতিয়াক মান্নান বলছেন, ‘জানুয়ারির এক তারিখে বেশিরভাগ শিশুর জন্ম হচ্ছে বিষয়টি এমন না। আসলে এখনো আমাদের দেশের বেশিরভাগ শিশুদের জন্ম হয় গ্রামাঞ্চলে নিজ বাড়িতে, বিশেষ করে যারা গ্রামীণ এলাকায় থাকে। সেখানে এখনো শিক্ষার হারটা ততটা ভালো না হওয়ায় অভিভাবকরাও জন্ম নিবন্ধনের তারিখের ক্ষেত্রে ততটা সতর্ক নন।’

‘আবার আমাদের জন্ম নিবন্ধনও সঠিক তারিখে হয় না। বাড়িতে বা হাসপাতালে জন্ম নেওয়া শিশুদেরও ঠিকভাবে সঠিক সময়ে নিবন্ধন হচ্ছে না। স্কুলে ভর্তির সময় অথবা কোনো পরীক্ষার সময় যখন এটা দরকার হয়, তখন স্কুলের শিক্ষকরা সহজে মনে রাখা যায় এমন একটি তারিখ বসিয়ে দেন। এসব কারণে দেখা যায় বাংলাদেশে বেশিরভাগ মানুষের দুটি জন্মদিন থাকে’

জন্ম তারিখ পহেলা জানুয়ারি হওয়ার ব্যাপারে তৌফিক রহমানের (ছদ্মনাম) নামে এক ব্যক্তি জানান, অনেক ভাইবোনের পরিবারে কারো জন্ম তারিখই বাবা-মা লিখে রাখেননি। ফলে স্কুলের মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকরা নিজেদের সুবিধামতো তারিখটি বসিয়ে দেন।

তৌফিক আরও জানান, তার আরও দুই চাচাতো ভাইয়ের জন্ম তারিখ ১ জানুয়ারি।

বিশেষজ্ঞরা বলছেন, পহেলা জানুয়ারি জন্মদিন হওয়ার বিষয়টি শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও ভিয়েতনামেও এই প্রবণতা লক্ষ্য করা যায়।

তবে শিশু বিশেষজ্ঞ ড. ইশতিয়াক মান্নান বলছেন, অনেকের জন্ম তারিখ ইচ্ছামতো দেওয়া হলেও, বাংলাদেশে সত্যিকারে এই তারিখেও অনেক শিশু পৃথিবীর আলো দেখছে।

বছরের প্রথম দিনে সবাই যে নতুন বছরকেই স্বাগত জানাতে ব্যস্ত তা নয়, অনেক পরিবার এদিন স্বাগত জানাচ্ছে তাদের পরিবারের নতুন সদস্যকেও।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে ৮ হাজার ৪২৮টি শিশুর জন্ম হচ্ছে। আর আজ, সারা পৃথিবীতে নতুন মানবশিশু আসছে ৩ লাখ ৯৫ হাজার ৭২টি। আজ, পহেলা জানুয়ারি শুধু দক্ষিণ এশিয়ায় এক চতুর্থাংশের জন্ম হচ্ছে।

বছরের প্রথম দিনে জন্ম নেওয়া এই শিশুদের অনেকের ভিন্ন ভিন্ন নাম দেওয়া হবে। আবার অনেকে হয়তো নাম পাওয়ার আগেই ছেড়ে যেতে পারে পৃথিবী।

সূত্র: বিবিসি বাংলা

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..